টোকিও অলিম্পিকে ডোপ টেস্টে ধরা পড়েছেন আরও একজন অ্যাথলেট। এবার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে জর্জিয়ান শট পুটার বেনিক আব্রামিয়ানের।
আব্রামিয়ানই টোকিও অলিম্পিকের প্রথম পুরুষ ডোপপাপী। তবে সব মিলিয়ে দ্বিতীয়।
এর আগে ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েন নাইজেরিয়ার নারী স্প্রিন্টার ব্লেসিং ওকাগবারে।
আব্রামিয়ানের নমুনা পরীক্ষায় নিষিদ্ধ স্টেরয়েড পেয়েছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)। এ কারণে ৩৬ বছরের এ অ্যাথলেট সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন।
আব্রামিয়ানের ডোপ টেস্ট হয় গত ৩১ জুলাই। তবে টেস্ট রিপোর্ট পান মঙ্গলবার, ৩ আগস্ট।