টোকিও অলিম্পিকের রেসলিংয়ে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন মিহান লোপেস নুনেস। এতেই অলিম্পিকে টানা চতুর্থ স্বর্ণ জেতা প্রথম পুরুষ রেসলার বনে গেছেন কিউবার এ অ্যাথলেট।
রেসলিংয়ের ১৩০ কেজি ওজন শ্রেণিতে জর্জিয়ার কাইয়া ইয়াকোবিকে ৫-০ ব্যবধানে ধরাশায়ী করে সেরা হন নুনেস।
অলিম্পিকের বেইজিং, লন্ডন ও রিও আসরের পর এবার টোকিওতে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখলেন ৩৮ বছরের নুনেস।
টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত দুটি স্বর্ণ জিতেছে কিউবা। দুটি স্বর্ণপদকই তারা পেয়েছে রেসলিংয়ে।