অলিম্পিকের দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 11:11:52

উসাইন বোল্ট প্রায় এক যুগ ধরে অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টে রাজত্ব করে গেছেন। ট্র্যাক এন্ড ফিল্ডে এ গতির রাজার পারফরম্যান্স উপভোগ করতে চাতক পাখির মতেই অপেক্ষা করতো সারা দুনিয়ার ক্রীড়াপ্রেমীরা। 

অবসর নিয়ে জ্যামাইকান এ সুপারস্টার এখন দর্শক। তাই তো টোকিও অলিম্পিকে হাত বদল হলো তার রাজত্বের। কিংবদন্তি এ দৌড়বিদের রাজত্ব দখল করলেন লেমন্ত মার্সেল জ্যাকবস।

৯.৮০ সেকেন্ডের টাইমিং নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে অলিম্পিকের দ্রুততম মানব বনে গেছেন ইতালির এ দৌড়বিদ।

সেমিফাইনালে নিজের হিটে ইউরোপিয়ান রেকর্ড ভেঙে দিয়েছিলেন জ্যাকবস। কিন্তু তারপরও ইতালিয়ান এ স্প্রিন্টারকে ফেভারিটের তালিকায় রাখা হয়নি। কারণ অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টে ইতালির সাফল্য বলতে ১৯৬০ সালের রোম অলিম্পিকে ব্রোঞ্জ জয়। 

৯.৮৪ সেকেন্ড টাইমিং গড়ে ইভেন্টের রৌপ্যপদক পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি। আর ৯.৮৯ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জপদক গলায় পরেছেন আন্দ্রে দি গ্রাস।

এ সম্পর্কিত আরও খবর