অলিম্পিকে রেকর্ড গড়ে এবার পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতেছেন মার্কিন সাঁতারু কেলেব ড্রেসেল।
টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে আজ রোববার ২১.০৭ সেকেন্ডে সেরা হয়েছেন ড্রেসেল। ২১.৩০ সেকেন্ডের আগের রেকর্ডটি ছিল ব্রাজিলিয়ান সাঁতারু সেজার সিলোর।
ছয় ইভেন্টে অংশ নিয়ে পাঁচটিতেই স্বর্ণপদক জিতেছেন ড্রেসেল। এ দিয়েই টোকিও অলিম্পিক মিশন শেষ হলো তার। বাকি ইভেন্টে অবশ্য আসেনি কোনো পদক।
৫০ মিটার ফ্রিস্টাইলে রৌপ্যপদক জিতেছেন ফ্রান্সের ফ্লোঁরেন্ত মাঁনাউদু। তার টাইমিং ২১.৫৫ সেকেন্ড। আর ব্রাজিলের ব্রুনো ফ্রাতুস ২১.৫৭ সেকেন্ডে ছিনিয়ে নেন ব্রোঞ্জ।