টোকিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন কেলেব ড্রেসেল।
টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে আজ শনিবার, ৩১ জুলাই ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন এ সাঁতারু। ২০১৯ সালে গুয়াংজু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৯.৫০ সেকেন্ডের বিশ্বরেকর্ডটি ছিল ড্রেসেলের নিজের গড়া।
টোকিও অলিম্পিকে এ নিয়ে তিনটি স্বর্ণপদক জিতলেন ২৪ বছর বয়সী সাঁতারু ড্রেসেল। এর মধ্যে দুটি ব্যক্তিগত ও একটি দলীয় পদক।
হাঙ্গেরির সাঁতারু ক্রিস্তোফ মিলাক ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রৌপ্যপদক। আর সুইজারল্যান্ডের নোয়ে পন্টি ৫০.৭৪ সেকেন্ড টাইমিং নিয়ে পান ব্রোঞ্জ পদক।