লন্ডন ও রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন কেটি লেডেকি। মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে জিতলেন স্বর্ণপদক।
এতেই দারুণ এক কৃতিত্ব গড়লেন লেডেকি। প্রথম নারী সাঁতারু হিসেবে এ ইভেন্টে টানা তিন অলিম্পিক আসরে স্বর্ণ জয়ের রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের এ সাঁতারু।
টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে আজ শনিবার, ৩১ জুলাই ৮ মিনিট ১২.৫৭ সেকেন্ডে সাঁতার শেষ করে চ্যাম্পিয়ন হয়েছেন লেডেকি।
লেডেকি থেকে ১.২৬ সেকেন্ড বেশি সময় নিয়ে এ ইভেন্টে রৌপ্যপদক পেয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস। ইতালির সিমোনা কুয়াদারেল্লা ৮ মিনিট ১৮.৩৫ সেকেন্ডের টাইমিংয়ে জিতেছেন ব্রোঞ্জ।