মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন জং ইউফেই। টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারে আজ বৃহস্পতিবার ২ মিনিট ০৩.৮৬ সেকেন্ডের টাইমিং নিয়ে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথমবারের মতো সেরা হয়েছেন চীনের ২৩ বছর বয়সী এ সাঁতারু।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে স্বদেশি জিয়াও লিউইয়াংয়ের রেকর্ড (২ মিনিট ০৪.০৬ সেকেন্ড) নিজের করে নেন ‘বাটারফ্লাই কুইন’ ইউফেই। টোকিও অলিম্পিকে এটাই সাঁতার থেকে আসা চীনের প্রথম স্বর্ণ। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আধা ঘণ্টার কম সময়ের মধ্যে আরও একটি স্বর্ণ পান ইউফেই। সতীর্থদের সঙ্গে মিলে সেরা হন ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও।
আর ২ মিনিট ০৫.৩০ সেকেন্ডে সাঁতার শেষ করে রৌপ জেতেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ। রেগানের স্বদেশী হ্যালি ফ্লিকিনিয়ার ২ মিনিট ০৫.৬৫ সেকেন্ড টাইমিং করে পেয়েছেন ব্রো ঞ্জ।