টোকিও অলিম্পিকের মেয়েদের রিকার্ভ এককের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন দিয়া সিদ্দিকী।
ইউমেনোশিমা ফিল্ডে আজ বৃহস্পতিবার, ২৯ জুলাই শেষ ৩২ পর্বে উঠার লড়াইয়ে বেলারুশের প্রতিপক্ষ কারিনা জোমিন্সকায়ার কাছে ৫-৬ সেট পয়েন্টে হেরে বিশ্ব ক্রীড়াঙ্গনের এ মহাযজ্ঞ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের এ আরচার।
পাঁচ সেটে ৫-৫ পয়েন্টের সমতার পর শুট অফে মানে এক শটের লড়াইয়ে ৯-১০ স্কোরের ব্যবধানে ধরাশায়ী হন ১৭ বছরের আর্চার দিয়া।
মেয়েদের এককের র্যাঙ্কিংয়ে জোমিন্সকায়া রয়েছেন ৩১তম স্থানে। কিন্তু র্যাঙ্কিংয়ে দিয়ার অবস্থান ১৫৫তম। অভিজ্ঞতায়ও পিছিয়ে ছিলেন। কিন্তু তারপরও দিয়া কঠিন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে লড়াইটা জমিয়ে তুলেছিলেন।