সাঁতার শুরুর আগে ছিঁড়ে গিয়েছিল কস্টিউম। কিন্তু তারপরও একটুও দমে যাননি ক্রিস্তোফ মিলাক। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ভেঙে ফেলেছেন মাইকেল ফেলপসের অলিম্পিক রেকর্ড।
টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে বুধবার ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ছিনিয়ে নিয়েছেন মিলাক।
২১ বছর বয়সী হাঙ্গেরি এই সাঁতারু ভেঙেছেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে গড়া কিংবদন্তি ফেলপসের ১ মিনিট ৫২.০৩ সেকেন্ডর রেকর্ড।
মিলাকের চেয়ে ২.৪৮ সেকেন্ড বেশি সময় নিয়ে এ ইভেন্টে রুপা জিতেছেন স্বাগতিক জাপানের তোমোরু হোন্দা। ইতালির ফেদেরিকো বারদিস্সো পেয়েছেন ব্রোঞ্জ।