মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে চ্যাম্পিয়ন হয়েছেন আরিয়ার্ন টিটমাস। এ নিয়ে টোকিও অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণপদক পেলেন অস্ট্রেলিয়ান এ সাঁতারু।
এর আগে ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেরা হন ২০ বছরের সাঁতারু টিটমাস।
টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ডে সাঁতার শেষ করে অলিম্পিকে রেকর্ডও গড়েছেন টিটমাস।
১ মিনিট ৫৩.৯২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জেতেন হংকং'র শিভন বের্নাডেট হোহি। ১ মিনিট ৫৪.৭০ সেকেন্ডে কানাডার পেনি ওলেকসিয়াক পান ব্রোঞ্জ।