অলিম্পিকে সর্বশেষ স্বর্ণপদক জিতেছিল রোমানিয়া ৩৭ বছর আগে। সেই প্রতিক্ষার অবসান ঘটালেন আঙ্কুতা বদনার ও সিমোনা রাদিস।
নারী স্কালস রোয়িংয়ের দ্বৈত ইভেন্টে সেরা হয়েছেন আঙ্কুতা ও সিমোনা। তাদের ৬ মিনিট ৪১.০৩ সেকেন্ডের টাইমিংটা এই ইভেন্টের রেকর্ড।
টোকিও'র সি ফরেস্ট ওয়াটারওয়েতে ৬ মিনিট ৪৪.৮২ সেকেন্ডে নিউজিল্যান্ডের ব্রুক ডনোগু ও হ্যানা অসবোর্ন জিতেছেন রৌপ্য। ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছেন নেদারল্যান্ডসের রুস ডি ইয়ং ও লিসা শিনার্ড।