অস্ট্রেলিয়ান সুইমিং ট্রায়ালে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৭.৪৫ সেকেন্ড টাইমিং করে বিশ্বরেকর্ড গড়েছিলেন কেলি ম্যাককিউয়েন।
এবার টোকিও অলিম্পিকে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার এ সাঁতারু জিতে নিলেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকের স্বর্ণপদক।
টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে মঙ্গলবার ৫৭.৪৭ সেকেন্ডে সাঁতার শেষ করে স্বর্ণ জেতেন ২০ বছরের ম্যাককিউয়েন।
৫৭.৭২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পেয়েছেন কানাডার কাইলি মাস। যুক্তরাষ্ট্রের রিগ্যান স্মিথ ৫৮.০৫ সেকেন্ড সময় নিয়ে পান ব্রোঞ্জ।