টোকিও অলিম্পিকেই প্রথম যুক্ত হয়েছে স্কেটবোর্ডিং। আরিয়াক পার্কে সোমবার মেয়েদের স্কেটবোর্ডিংয়ের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট নিয়ে স্বর্ণ জিতে সবাইকে চমকে দিয়েছেন জাপানের ১৩ বছরের কিশোরী মোমিজি নিশিয়া।
১৪.৬৪ পয়েন্ট নিয়ে রৌপ্যপদক পেয়ে অবাক করেছেন রাইসা লিলে। কেননা ব্রাজিলের এ অ্যাথলেটের বয়স মোমিজির সমান ১৩ বছর।
আর ব্রোঞ্জ জিতে তাক লাগিয়ে দিয়েছেন জাপানের ১৬ বছরের অ্যাথলেট ফুনা নাকাইয়ামা।