টোকিও অলিম্পিকের ফেন্সিংয়ের পুরুষ সেইবার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন আরন সিলাগি। প্রথম অ্যাথলেট হিসেবে ফেন্সিংয়ের কোনো ইভেন্টে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়লেন হাঙ্গেরির এ অ্যাথলেট।
ফাইনালে ইতালির লুইজি সামেলেকে ১৫-৭ পয়েন্টে হারান সিলাগি। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম জুং-হুয়ান।
২০১২ ও ২০১৬ সালের অলিম্পিকের লন্ডন ও রিও আসরেও এই ইভেন্টেই স্বর্ণ জিতেছিলেন ৩১ বছরের ফেন্সার সিলাগি।