ভালো পারফরম্যান্সের স্বপ্ন নিয়েই টোকিও অলিম্পিকে গিয়েছিলেন আব্দুল্লাহ হেল বাকি। কিন্তু বাস্তবে তেমন কিছুই হলো না। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের তারকা এ শুটার।
আসাকা শুটিং রেঞ্জে রোববার বাছাই পর্বে ৬১৯.৮ স্কোর গড়ে ৪৭ প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৪১তম হয়েছেন বাকি।
২০১৬ সালের রিও অলিম্পিকে ৬২১.২ স্কোর গড়ে বাছাইপর্বে ২৫তম হয়েছিলেন গ্ল্যাসগো ও কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এ অ্যাথলেট।