টোকিও অলিম্পিকে রাশিয়ান অলিম্পিক কমিটিকে (আরওসি) প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন ভিতালিনা বাতসারাশকিনা।
আসাকা শুটিং রেঞ্জে রোববার মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ২৪০.৩ স্কোরে অলিম্পিকের রেকর্ড গড়ে সেরা হন ভিতালিনা। ২৩৯.৪ স্কোর নিয়ে ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন বুলগেরিয়ার আন্তোয়ানেতা কস্তাদিনোভা।
বাছাই পর্বে ৫৮৭ স্কোরে বিশ্বরেকর্ড করলেও চীনের জিয়াং রানশিন ব্রোঞ্জ পেয়ে সবাইকে হতাশ করেছেন।