টোকিও অলিম্পিকের রিকার্ভ মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ। শেষ ষোল থেকেই বিদায় নিলেন রোমান সানা-দিয়া সিদ্দিকী জুটি।
ইউমেনোশিমা ফিল্ডে শনিবার রিকার্ভ মিশ্র দ্বৈতের শেষ আটে উঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার আন সান-কিম জে ডিওক জুটির কাছে ৬-০ সেট পয়েন্টে ধরাশায়ী হয়েছেন লাল-সবুজের দুই প্রতিনিধি রোমান ও দিয়া।
প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টে হার মানেন রোমান-দিয়া জুটি। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও হেরে যান ৩৫-৩৩ পয়েন্টে। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই করেও ৩৯-৩৮ পয়েন্টে হতাশ হতে হয় রোমান-দিয়াকে।