টোকিও অলিম্পিকে খেলছেন না টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। ইনজুরির কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনের এ বৃহত্তম আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন এ সুইস মহাতারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খবরটি নিশ্চিত করেন রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার। তিনি লিখেন, 'হাঁটুতে চোট পেয়েছি এবং সেটা মেনে নিয়ে আমি টোকিও অলিম্পিক গেমস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।'
ফেদেরার ও নাদাল ছাড়াও এই আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন সেরেনা উইলিয়ামস ও সিমোনা হ্যালেপ।