সাবেক চ্যাম্পিয়ন আঞ্জেলিক কারবারকে ধরাশায়ী করে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে পৌঁছে গেছেন অ্যাশলি বার্টি।
৬-৩, ৭-৬ (৭-৩) গেমে ফাইনালের টিকেট কেটেছেন র্যাঙ্কিংয়ের সেরা এ তারকা।
৪১ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন বার্টি।
কারোলিনা প্লিসকোভাও প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পেয়েছেন।
নারী এককের দ্বিতীয় সেমি-ফাইনালে ৫-৭, ৬-৪ ও ৬-৪ গেমে জয় ছিনিয়ে নেন চেক তারকা প্লিসকোভা।