স্টিভেন স্মিথ আগেই দর্শক হয়ে গেছেন। কনুইয়ের ইনজুরির কারণে আগেই বাদ পড়েন তিনি দল থেকে। এবার ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স আর গ্লেন ম্যাক্সওয়েলসহ ছয় ক্রিকেটার সরিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ সফর থেকে। তাদের বাইরে রেখেই ১৮ সদস্যের বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ব্যক্তিগত কারণে সফরে আসছেন না ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস। এর আগে ড্যানিয়েল স্যামসও সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
পেসার ওয়েস অ্যাগার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন দলে। ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা ড্যান ক্রিশ্চিয়ান অন্তর্ভুক্ত হয়েছেন দলে। রয়েছেন বেন ম্যাকডারমটও।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জ্যাসন বেরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হেইজেলউড, মোজেস হেনরিকেস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথিউ ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।