এককভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আশা ছেড়ে দিয়েছে বাংলাদেশ। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টাই এখন করবে বিসিবি। সঙ্গে করে যাবে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা।
মঙ্গলবার, ১৫ জুন, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, অবকাঠামোগত কারণে এককভাবে বিশ্বকাপের আয়োজক হওয়া কঠিন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টা করবেন তারা।
২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত আট বছরের চক্রে ছেলেদের ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপ হবে দুটি, টি-টোয়েন্টি বিশ্বকাপ চারটি ও চ্যাম্পিয়ন্স ট্রফি আছে দুটি। সঙ্গে আছে চারটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।