সাকিব আল হাসানের শাস্তি কমানোর জন্য আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ই-মেইলে আবেদন করার খবরটি নিশ্চিত করেছেন ক্লাবটির ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান।
যদিও সিসিডিএম জানিয়েছে, এখনো পর্যন্ত তারা কোনো চিঠি পায়নি।
শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরে স্টাম্প তুলে আছড়ে ফেলেন। মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক করেন মোহামেডান অধিনায়ক। ড্রেসিং রুমে ফেরার পথে তেড়ে যাওয়া আবাহনী কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও তর্ক জুড়ে দেন।
এই অপরাধে রোববার সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে সিসিডিএম।