কিউই বোলারদের দিনে বার্নস-লরেন্সের প্রতিরোধ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 19:03:21

এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে নতুন ইতিহাস লিখেছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়েছেন এ তারকা পেসার। লাল বলের ক্রিকেটে এটি তার ১৬২তম ম্যাচটি। নতুন এ কীর্তি গড়তে অ্যান্ডারসন ভেঙেছেন ওপেনার অ্যালিস্টার কুকের রেকর্ড। ইংলিশদের হয়ে কুক খেলেন ১৬১টি টেস্ট।

কিন্তু অ্যান্ডারসনের রেকর্ডের দিনে টস জিতে শুরুতে ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যায়নি ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের বোলাররা তোপ দাগিয়ে দিনটি নিজেদের করে নিয়েছে। ররি বার্নস-ড্যান লরেন্সের জোড়া ফিফটিতে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও আজাজ প্যাটেল।

দুরন্ত শুরুর আভাস দিয়ে স্বাগতিকরা প্রথম উইকেট হারায় দলীয় ৭২ রানে। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে দলীয় ৮৫ রানে হারিয়ে ফেলে তারা ৩ উইকেট। ওপেনার ররি বার্নস ও ড্যান লরেন্স ব্যাট হাতে কিউই বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। ১০ চারে ৮১ রান নিয়ে বার্নস ফিরলেও ৬৭*রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন লরেন্স।

এ সম্পর্কিত আরও খবর