কুকের রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-09 15:43:33

বৃহস্পতিবার, ১০ জুন এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে নতুন ইতিহাস লিখেছেন জেমস অ্যান্ডারসন। 

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়েছেন এ তারকা পেসার। লাল বলের ক্রিকেটে কিউইদের বিপক্ষে ১৬২তম ম্যাচটি খেলছেন এখন অ্যান্ডারসন।

নতুন এ কীর্তি গড়তে অ্যান্ডারসন ভেঙেছেন ওপেনার অ্যালিস্টার কুকের রেকর্ড। ইংলিশদের হয়ে ১৬১টি টেস্ট ম্যাচ খেলেন তিনি।

দেশের হয়ে টেস্ট খেলার বিশ্ব রেকর্ডটি অবশ্য ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। ২০০টি টেস্ট খেলার অনন্য মাইলফলক ছুঁয়েছেন তিনি। 

এ সম্পর্কিত আরও খবর