ব্যাট হাতে কিছুতেই যেন ছন্দ খুঁজে পাচ্ছেন না সাকিব আল হাসান। মাঠের লড়াইয়ে অনেক দিন ধরেই যেন নিজের ছায়া হয়ে আছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। শূন্য রানে আউট হয়ে এটাই ফের প্রমাণ করলেন। এনিয়ে দ্বিতীয়বারের মতো শূন্য রানে ফিরলেন এ ক্রিকেট মহাতারকা। এ যেন এক অচেনা সাকিব।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে তার দল মোহামেডানও হারিয়ে ফেলা জয়ের পথটা খুঁজে ফিরছে। এবার তারা ৯ উইকেটের বড় ব্যবধানে হারল লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। টানা তিন জয়ের পর সাকিবের মোহামেডানের এটি টানা তৃতীয় হার।
শুরুতে ব্যাটিংয়ে নেমে শুভাগত হোমের ফিফটিতে ৯ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে মোহামেডান। শুভাগত এনে দেন ৫২ রানের ইনিংস। পিনাক ঘোষ ও মেহেদী মারুফের ব্যাটে এক উইকেট হারিয়ে ১১৭ রান তুলে ফেলে রূপগঞ্জ। পিনাক ৫১* ও মারুফ ৪১ সংগ্রহ করেন।
অন্যদিকে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে বৃষ্টি আইনে ২৫ রানে হারিয়ে শীর্ষে উঠে গেছে আবাহনী লিমিটেড। শুরুতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেনের জোড়া ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে আবাহনী। ম্যাচ সেরা নাঈম ফেরেন ৭০ রান নিয়ে। আর ৫৪ করেন আফিফ। কিন্তু বৃষ্টির কারণে ১৭ ওভারে শাইনপুকুরের লক্ষ্য দাঁড়ায় ১৪৯। ৫ উইকেট হারিয়ে ১২৩ রানেই গুটিয়ে যায় ক্যাপ্টেন তৌহিদ হৃদয়ের দল।
এদিকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ডি/এল মেথডে ৫ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ওপেনার মিজানুর রহমানের অর্ধ-শতকে ৫ উইকেটে ১৩৪ রান তোলে ব্রাদার্স। বৃষ্টির হানায় ১৬.২ ওভারে খেলাঘরের লক্ষ্য দাঁড়ায় ১০৫। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় খেলাঘর।