দুরন্ত ব্যাটিংয়ে আবাহনী লিমিটেডকে জেতানোর সবরকম চেষ্টাই করলেন মোহাম্মদ নাঈম। তার সঙ্গে লেগে ছিলেন নাজমুল হোসেন শান্তও। কিন্তু লাভ হয়নি। এক রানের জন্য দুজনেই বঞ্চিত হন হাফসেঞ্চুরি থেকে। শুধু ফিফটিই হাতছাড়া হয়নি। সঙ্গে হাতছাড়া হয়েছে জয়। শেষমেশ খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে ৮ রানে হেরেছে ক্যাপ্টেন মুশফিকুর রহিমের আবাহনী।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে হ্যাটট্রিক জয়ের পর এই প্রথম হারের তেতে স্বাদ হজম করল আবাহনী লিমিটেড। আর খেলাঘর আসরে পেল তাদের দ্বিতীয় জয়। বিপরীতে তারা হেরেছে দুই ম্যাচ।
সাভারের বিকেএসপি’তে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্যুতি ছড়ান ওপেনার ইমতিয়াজ হোসেন। তার দাপুটে ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রানের লড়াকু পুঁজি পেয়ে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
৪৬ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হন ওপেনার ইমতিয়াজ। সঙ্গে ওয়ান ডাউনে নামা মেহেদী হাসান মিরাজ যোগ করে ৩৩ রান। আর রাফসান আল মাহমুদ ১৮ ও সালমান হোসেন ১৩ রান এনে দেন।
আবাহনীর হয়ে দুটি করে উইকেট শিকার করেন আরাফাত সানী ও মোসাদ্দেক হোসেন। একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।
মোহাম্মদ নাঈম ও নাজমুল হোসেন শান্ত’র দুর্বার ব্যাটিংয়ের পরও ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে গুটিয়ে যায় আবাহনী লিমিটেড।
৪২ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ৪৯ রান তোলেন নাঈম। সমান ৪৯ রান তুলতে শান্ত খেলেন ৩৩ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কা। ২১ রানে মোসাদ্দেক হোসেন সাজঘরে ফিরলেও ২২* রানে অপরাজিত থেকে যান আফিফ হোসেন।
খেলাঘরের হয়ে দুটি করে উইকেট নেন রনি চৌধুরী ও খালেদ আহমেদ। একটি উইকেট পান রাফসান আল মাহমুদ।