করোনা পজিটিভ সার্জিও বুসকেটস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 12:14:46

ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২০ শুরু হতে এখন মাত্র আট দিন বাকি। কিন্তু তার আগে খারাপ খবর পেল স্পেন। কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন স্প্যানিশ ক্যাপ্টেন সার্জিও বুসকেটস।

৩২ বছরের বুসকেটস ছাড়া স্পেনের ইউরো ফুটবল দলের বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এ জন্য তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

বার্সেলোনার মিডফিল্ডার বুসকেটস পজিটিভ হওয়ায় মঙ্গলবার লিথুনিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে না স্পেনের সিনিয়র দল। প্রীতি ম্যাচটি এখন খেলবে স্পেনের অনূর্ধ্ব-২১ দল। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

আরএফইএফ টিকিটের মূল্য ফিরিয়ে দিয়েছে এখন দর্শকদের। আর যারা ম্যাচটি উপভোগ করতে ইচ্ছুক তাদের জন্য ঘোষণা দিয়েছে মূল্যছাড়।

১৪ জুন সুইডেনের বিপক্ষে ‘ই’ গ্রুপে ইউরো মিশন শুরু করবে স্পেন। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পোল্যান্ড (১৯ জুন) ও স্লোভাকিয়া (২৩ জুন)।

এ সম্পর্কিত আরও খবর