নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ দিনে জয়ের লক্ষ্য তাড়া করার লোভটা পুরোপুরি সংবরণ করেছে ইংল্যান্ড। উল্টো দেখিয়ে গেছে দুরন্ত ব্যাটিং দৃঢ়তা। তাই তো কিউই বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে প্রথম টেস্টে ড্র নিশ্চিত করেছে স্বাগতিক ইংলিশ শিবির।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬৯ রান তুলে মধ্যাহ্নভোজ বিরতিতে যায় নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য ৭৫ ওভারে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় জন্য ২৭৩ রান।
তবে লক্ষ্য ছোঁয়ার কোনো লক্ষণ ছিল না ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে। বরং রক্ষণাত্মক ব্যাটিং করে গেছেন তারা। ডম সিবলির ২০৭ বলে হার না মানা ৬০ রানের অনবদ্য এক ক্রিকেট ইনিংসই তার প্রমাণ।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে। ফলে পাঁচ ওভার বাকি থাকতেই দুদল ড্র মেনে নেয়।
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ব্ল্যাক ক্যাপস শিবির গড়ে ৩৭৮ রানের পুঁজি। টিম সাউদি ৪৩ রান খরচায় একাই ৬ উইকেট শিকার করলে ররি বার্নসের সেঞ্চুরির পরও ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৭৫ রানে।
এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু বৃহস্পতিবার, ১০ জুন।