বার্নসের শতক, সাউদি ঝড়ে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 09:21:22

ব্যাট হাতে দাপট দেখান ওপেনার ররি বার্নস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে উপহার দিয়েছেন দুরন্ত এক সেঞ্চুরি। খেলেন ১৩২ রানের দাপুটে এক ক্রিকেটীয় ইনিংস। কিন্তু তারপরও ম্যাচের লাগাম এখনো নিউজিল্যান্ডের হাতেই রয়ে গেছে।

কেননা বিপরীতে লন্ডনের লর্ডসে বল হাতে পেস ঝড় তোলেন টিম সাউদি। ৪৩ রান খরচ করে একাই শিকার করেন ৬ উইকেট। যে কারণে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৭৫ রানে। সুবাদে প্রথম ইনিংসেই সফরকারী নিউজিল্যান্ড লিড নিয়ে ফেলেছে ১০৩ রান।

ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ইংল্যান্ড। কোনো রান ছাড়াই খুইয়ে ফেলে তারা তিন উইকেট। যে কারণে ১৪০ রান তুলতেই ইংলিশরা হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। ররি বার্নসের দুরন্ত তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে সেই বিপদ কাটিয়ে কোনোমতে ২৭৫ রান তোলে ক্যাপ্টেন জো রুটের দল।

বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান বার্নস ৭৭ রানে স্ট্যাম্প আউট হতে পারতেন। ৮৮ রানে হতে পারতেন ক্যাচ আউট। কিন্তু দুই দু’বার জীবন পেয়ে এগিয়ে যান ইংল্যান্ডকে নিয়ে। ছিনিয়ে নেন জাদুকরী তিন অঙ্ক। অভিষিক্ত অলি রবিনসনের সঙ্গে গড়েন ৬৩ রানের পার্টনারশিপ। রবিনসন অবশ্য সংগ্রহ করেন ৪২ রান। শেষ ব্যাটার জেমস অ্যান্ডারসনের সঙ্গে মিলে বার্নস তুলেন ৫২ রান।

ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে শেষে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। দুটি উইকেটই নিয়েছেন অলি রবিনসন। এতে কিউইদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৬৫। ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ব্ল্যাক ক্যাপস শিবির গড়েছিল ৩৭৮ রানের পুঁজি।

শুক্রবার ম্যাচের তৃতীয় দিনটা ভেসে যায় বৃষ্টিতে। পুরো দিনে একটি বলও মাঠে গড়ায়নি মাঠে।

এ সম্পর্কিত আরও খবর