শৃঙ্খলাভঙ্গের অপরাধে ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন শাহাদাত হোসেন। আর জুবায়ের হোসেন খেলার সুযোগই পাচ্ছিলেন না। অবশেষে ১৮ মাস পর দুজনই ফিরলেন মাঠের লড়াইয়ে।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে শনিবার, ৫ জুন পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচ খেললেন নামেন শাহাদাত ও জুবায়ের। তবে দেড় বছর পর প্রত্যাবর্তনটা রাঙিয়ে নিতে পারলেন না কেউ। দুজনেই থেকে যান উইকেট শূন্য। জুবায়ের ভালো বোলিং করলেও বল হাতে একেবারেই অনুজ্জ্বল ছিলেন শাহাদাত।
পেসার শাহাদাত ও লেগস্পিনার জুবায়ের সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেন ২০১৯ সালের নভেম্বরে। জাতীয় ক্রিকেট লিগে।
শাহাদাত নিষিদ্ধ হন ২০১৯ সালের ১৯ নভেম্বর। জাতীয় লিগের ম্যাচে সতীর্থ আরাফাত সানি জুনিয়রের গায়ে হাত তোলার অপরাধে। এজন্য তাকে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছর নিষিদ্ধ করে বিসিবি। সঙ্গে জরিমানা করে ৩ লাখ টাকা। পরে ক্ষমা চেয়ে জীবন-জীবিকার তাগিদে আবেদন করলে মানবিক দিক বিবেচনা করে তার শাস্তি কমিয়ে দেয় বিসিবি।