গুঞ্জন রটেছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চাচ্ছে ক্রিকেটের এ বিশ্ব। যদিও এর আগে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
টুর্নামেন্ট আমিরাতে হলেও আয়োজক থাকবে ভারতই। ইতোমধ্যে বিসিসিআই নাকি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিতে বলেছে আইসিসি'কে।
ভারত ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ আয়োজন করতে চায় সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু আবুধাবি, শারজাহ ও দুবাইতে। তবে চতুর্থ নতুন ভেন্যু হিসাবে যুক্ত হচ্ছে ওমানের রাজধানী মাস্কট।
বিসিসিআই'র এক কর্মকর্তা জানান, 'আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে বোর্ডের কোনো সমস্যা নেই। যদি টুর্নামেন্টের আয়োজক ভারত থাকে।’
সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি আসরও বসবে আমিরাত। যে কারণে উইকেটের ওপর ধকল কমাতে মাস্কটে হতে পারে বিশ্বকাপের প্রিলিমিনারি রাউন্ড।