মেলবোর্ন ক্লাব মালগ্র্যাভের কোচ হলেন জয়াসুরিয়া

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 10:17:01

আইসিসি'র দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞা শেষ। তাই কোচ হয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সনাৎ জয়াসুরিয়া। এক বছরের জন্য শ্রীলঙ্কান এ ক্রিকেট লিজেন্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেলবোর্নের ক্লাব মালগ্র্যাভ।

ইস্টার্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় কোচ হিসেবে যুক্ত হচ্ছেন ১১০ টেস্ট ও ৪৪৫ ওয়ানডে খেলা জয়াসুরিয়া। অস্ট্রেলিয়ান ঘরোয়া এ ক্রিকেট আসরে আগে থেকেই আছেন তার সাবেক দুই সতীর্থ তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা। তাদের সঙ্গে যোগ দিবেন জয়াসুরিয়া। 

আইসিসি'র দুর্নীতি বিরোধী দুটি ধারা ভাঙার অপরাধে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জয়াসুরিয়াকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল আইসিসি।  

জয়াসুরিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তদন্তে সহযোগিতা না করা ও তথ্য গোপন বা বিকৃত বা ধ্বংস করা। 

তদন্তের জন্য জয়াসুরিয়ার ব্যবহৃত মোবাইল চেয়ে ছিল আইসিসি'র দুর্নীতি দমন ইউনিট (আকসু)। কিন্তু লঙ্কান এ কিংবদন্তি তা দিতে রাজি হননি। 

এ সম্পর্কিত আরও খবর