প্রাইম ব্যাংকের পর টানা দ্বিতীয় জয় তুলে নিল আবাহনী লিমিটেড। এবার ক্যাপ্টেন মুশফিকুর রহিমের দল বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির কারণে নির্ধারিত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে আবাহনী। ১৯ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪০ রানের চমৎকার এক ইনিংস খেলে ম্যাচসেরা হন মোহাম্মদ সাইফউদ্দিন। আফিফ হোসেন ২৭ রানে অপরাজিত থেকে যান। ওপেনার নাঈম হোসেন যোগ করেন ২৩ রান।
ওল্ড ডিওএইচএস’র হয়ে দুটি করে উইকেট নেন মুহাইমিনুল খান ও রাকিবুল হাসান।
জবাবে ৪৪ বলে ৩ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৩ রানের দাপুটে এক ইনিংস খেলেন রাকিন আহমেদ। ওপেনার আনিসুল ইসলাম সুমন ২০ ও রায়ান রহমান ১৯* রান এনে দেন। কিন্তু তাতে কোনো লাভ হলো না। ৩ উইকেটে ১৩৩ রানেই গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএসের ইনিংস। হাতে উইকেট থাকলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে যায়নি দলটি। হয়তো জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য তাদের ছিল না। তাই ওল্ড ডিওএইচএসের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেটাঙ্গনে।
আবাহনীর হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, আরাফাত সানি ও শহীদুল ইসলাম।