প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। যে কারণে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তবে দ্বিতীয় ম্যাচে আর কোন ঝামেলা হয়নি। ঠিকই জয় তুলে নিয়েছে ক্যাপ্টেন ফরহাদ রেজার দল। ওপেনার ইমরান উজ্জামানের ব্যাটিং দৃঢ়তায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৯ রানে হারিয়ে দিয়েছে প্রাইম দোলেশ্বর।
তবে এ নিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে টানা দুই ম্যাচই হারল খেলাঘর। প্রথম ম্যাচে তারা ধরাশায়ী হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর। ১৭ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেন ম্যাচসেরা ইমরান উজ্জামান। সঙ্গে সাঈফ হাসান ২৮ ও মার্শাল আইয়ুব ২১ রান যোগ করেন।
খেলাঘরের হয়ে দুটি করে উইকেট শিকার করেন খালেদ আহমেদ ও মাসুম খান।
জবাবে ব্যাট হাতে নেমে ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ৭৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলে খেলাঘর। তাদের ইনিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। ১৯ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭ রান করেন রিশাদ হোসেন। আর ফরহাদ হোসেন এনে দেন ৩৩ রান।
প্রাইম দোলেশ্বরের হয়ে দুটি করে উইকেট শিকার করেন কামরুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও এনামুল হক জুনিয়র।