নিজেদের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে হার মেনেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই জয়ের দেখা পেল ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের দল।
মুমিনুল হকের ব্যাটিং ঝলকের সঙ্গে মাহমুদউল্লাহ’র ব্যাট-বলের অলরাউন্ড নৈপুণে গাজী গ্রুপ ৭ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
টুর্নামেন্টে এটি গাজী গ্রুপের প্রথম জয়। আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রথম হার। প্রথম ম্যাচে ক্যাপ্টেন নুরুল হাসানের দল জিতেছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরু ব্যাটিংয়ে নেমে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি গড়ে। ৩৫ বলে ৪ ছক্কায় মোহাম্মদ আশরাফুল ৪১ রানের দাপুটে এক ইনিংস খেলেন। দলীয় স্কোরে ৩৩ রান যোগ করেন সৈকত আলী। তার সঙ্গে জিয়াউর রহমান এনে দেন ২১ রান।
গাজী গ্রুপের হয়ে দুটি করে উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ, সৌম্য সরকার ও আরিফুল হক।
লক্ষ্য তাড়া করতে নেমে মমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত দুই হাফ-সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে জয়ের লক্ষ্য টপকে ১৫৬ রান তুলে ফেলে গাজী গ্রুপ। ৩৬ বলে ৮ বাউন্ডারিতে ৫৪ রানের চমৎকার এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন মুমিনুল হক। তবে ম্যাচসেরা মাহমুদউল্লাহ ৫১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থেকে যান। দুজনে মিলে গড়েন ৯৭ রানের পার্টনারশিপ।
শেখ জামালের হয়ে দুটি উইকেট শিকার করেন মোহাম্মদ এনামুল হক। বাকি উইকেটটি যায় সালাউদ্দিন শাকিলের পকেটে।