২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বসেছিল ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি’র এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল পুরো ক্রিকেট দুনিয়ায়। কিন্তু তারপরও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও দশ নিয়ে আয়োজনের সিদ্ধান্তে অটল থেকে গেছে আইসিসি।
অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। ১০ দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। এ জন্য বিশ্বকাপের দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪ দল নিয়ে।
সভা শেষে মঙ্গলবার, ১ জুন আইসিসি জানিয়েছে, ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ বসবে ১৪ দল নিয়ে।
সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলও বাড়ানো হচ্ছে। ২০২৪ সাল থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসর বসবে ২০ দল নিয়ে। দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। মাঝে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি হবে ২০২৫ ও ২০২৯ সালে। আর মাঝে দুই বছর করে বিরতি দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে।
২০২৩-২০৩১ চক্রের আইসিসি ইভেন্টের আয়োজক নির্বাচন করবে সংস্থার বোর্ড। আয়োজক নির্ধারণে উন্মুক্ত বিডিং পদ্ধতি বাতিল করেছে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাটি।