বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচেই দুরন্ত এক জয় ছিনিয়ে নিয়েছে আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাবকে বৃষ্টি আইনে চার বল হাতে রেখেই ৭ উইকেটে ধসিয়ে দিয়েছে ক্যাপ্টেন মুশফিকের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতেই ব্যাটিংয়ে নেমে ক্যাপ্টেন তাসামুল হকের দুরন্ত হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ১২০ রানের পুঁজি গড়ে পারটেক্স স্পোর্টিং।
তাসামুল ৫৪ বলে ৯ বাউন্ডারিতে খেলেন ৬৫ রানের দুর্বার এক ইনিংস। তার সঙ্গে মঈন খান যোগ করেন ২২ রান। ১৭ রান এনে দেন আব্বাস মুসা। আবাহনীর হয়ে মেহেদী হাসান রানা ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। বাকি উইকেটটা যায় শহীদুল ইসলামের পকেটে।
পরে বৃষ্টির হানায় ম্যাচের পরিধি কমে ১০ ওভারে নেমে আসে। তাতে আবাহনী লিমিটেডের লক্ষ্য দাঁড়ায় ৭০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স দেখানো ক্যাপ্টেন মুশফিকুর রহিম ফের দেখালেন দুরন্ত ব্যাটিং ঝলক। ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই মাঠ ছাড়েন ম্যাচসেরা মুশফিক।
মুশফিকের ব্যাটিং দৃঢ়তায় ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে আবাহনী তুলে ফেলে ৭২ রান। ২৬ বলে ৩ বাউন্ডারিতে ৩৮ রানের হার না মানা ইংনিস খেলেন তারকা এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। সঙ্গে ওপেনার মোহাম্মদ নাঈম করেন ১৯ রান। একটি করে উইকেট নেন ইমরান আলী, শাহবাজ চৌহান ও নিহাদুজ্জামান।