প্রয়োজনে ১১ নম্বরে ব্যাটিংয়েও রাজি সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 23:15:28

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিএল) অনেক দিন ধরেই খেলেন না সাকিব আল হাসান। তা প্রায় ৫ বছর তো হবেই। আন্তর্জাতিক ও আইপিএল-সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততাই ঘরোয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট থেকে বিশ্বসেরা এ অলরাউন্ডার এতদিন দূরে সরিয়ে রেখেছে।

এর আগে সাকিব সর্বশেষ ডিপিডিএলের মাঠের লড়াইয়ে নামে ২০১৬ সালে। খেলেন আবাহনী লিমিটেডের জার্সি গায়ে জড়িয়ে। এবার মাঠ কাঁপাতে যাচ্ছেন সাবেক ক্লাবের চিরশত্রু মোহামেডানের হয়ে। শুধু ক্রিকেটার হিসেবেই খেলছেন না সাকিব। সঙ্গে দলের অধিনায়কত্বও কাঁধে তুলে নিয়েছেন।

হোটেল ওয়েস্টিনে শনিবার মোহামেডানের জার্সি উন্মোচন ও আনুষ্ঠানিক ফটোসেশনের ফাঁকে মোহামেডান ক্যাপ্টেন সাকিব জানালেন, দুর্দান্ত পারফরম্যান্সে তার শীর্ষে থাকার লক্ষ্যের কথা।

লক্ষ্য নিয়ে সাকিব বলেন, ‘লক্ষ্য তো থাকবেই। যেন সবার ওপরে থাকতে পারি আমরা। তবে যেহেতু অনেক লম্বা টুর্নামেন্ট। এখানে ম্যাচ ধরে এগোনোই ভালো। প্রথম লক্ষ্য প্রথম ম্যাচ জয়। যদি ভালোভাবে শুরু করতে পারি। যেহেতু ব্যাক টু ব্যাক ম্যাচ, টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে যেন প্রথম ম্যাচ থেকে মোমেন্টাম পেতে পারি এবং ধরে রাখতে পারি।’

সাকিবের নেতৃত্ব একই ফ্রেমে মোহামেডানের ক্রিকেটাররা

ইংল্যান্ড বিশ্বকাপে তিনে ব্যাট হাতে নেমে সবাইকে অবাক করে দিয়েছেন সাকিব। রীতিমতো উপহার দিয়েছেন রান বৃষ্টি। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও পছন্দের তিনে ব্যাট করেছেন সাকিব। কিন্তু মোহামেডানের হয়ে কত নম্বরে ব্যাট করবেন? সেটা স্পষ্ট করে কিছু বলেননি এ ক্রিকেট মহাতারকা। তবে জানান, দলের প্রয়োজনে ১১ নম্বরেও ব্যাট করতে রাজি আছেন তিনি।

ব্যাটিং পজিশন নিয়ে সাকিব বলেন, ‘দেখা যাক। দলের সঙ্গে আলাপ করে দলের জন্য যেটা ভালো হয়। আমার কাছে সবসময় একটা ব্যাপার গুরুত্বপূর্ণ। দলের জন্য যেটা করা যায় ও যেটা করলে দলের ভালো হয়, সেটাই করা। তো সেটার জন্য তিন-চার-পাঁচ-ছয় বা ১১ নম্বর হলেও সমস্যা নেই।’

আগামীকাল সোমবার, ৩১ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিএল)। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দল। আসরে প্রতি ম্যাচডেতে হবে ৬টি করে খেলা

এ সম্পর্কিত আরও খবর