ক্রিকেটার ইমরুল-তুষার করোনা পজিটিভ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 06:56:31

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিএল) মাঠে গড়াতে মাঝে সময় আছে আর মাত্র এক দিন। কিন্তু এর মধ্যে করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন দুই ক্রিকেটার ইমরুল কায়েস ও তুষার ইমরান।

ইমরুল ও তুষারের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন আরও তিনজন। তবে তারা সবাই ক্লাব কর্মকর্তা। এ নিয়ে দ্বিতীয় দফার করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে সব মিলিয়ে পাঁচজনের।

বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, ‘গতকাল (২৮ মে, শুক্রবার) ৩৩১ জনের করোনা পরীক্ষা করা হয়। সেখানে পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে দুইজন ক্রিকেটার। বাকি তিনজন ক্লাব কর্মকর্তা। তাদের আজ (২৯ মে, শনিবার) আবার করোনা পরীক্ষা করা হবে।’

এর আগে প্রথম দফায় ২৬৯ জন খেলোয়াড়-কর্মকর্তার করোনা টেস্টে ৭ ক্রিকেটারসহ ৯ জনের পজিটিভ রিপোর্ট আসে। কিন্তু পরের করোনা টেস্টেই তারা উত্তীর্ণ হন।

আন্তর্জাতিক সিরিজগুলোতে ক্রিকেটারদের জন্য যেমন জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়। ঘরোয়া এ ক্রিকেট টুর্নামেন্টের জন্য একই ধরনের বলয় তৈরি করা হবে। আসরের ১২টি দলকে রাখা হবে রাজধানীর চারটি পাঁচ তারকা হোটেল- ইন্টারকন্টিনেন্টাল, আমারি, ওয়েস্টিন ও ফোর পয়েন্টস বাই শেরাটনে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই উঠবেন পাঁচ তারকা হোটেলে।

গত বছর ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই শুরু হয়েছিল ডিপিডিএল। পরে দেশের করোনা পরিস্থিতির অবনতি হলে ২০১৯-২০ মৌসুমের আসরটি এক রাউন্ড পরই স্থগিত হয়ে যায়। দেশের ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি ফের মাঠে গড়াচ্ছে ৩১ মে। প্রায় ১৪ মাস বিরতি দিয়ে টুর্নামেন্টটি হচ্ছে অবশ্য টি-টোয়েন্টি সংস্করণে।

এ সম্পর্কিত আরও খবর