শ্রীলঙ্কান গৌরব ঝুঁকির মুখে: জয়াসুরিয়া

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 10:15:00

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। দাপুটে পারফরম্যান্সে প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে টাইগাররা। সিরিজ খোয়ানোটা মেনে নিতে পারছেন না সনাৎ জয়াসুরিয়া। টানা দুই হারের তেতো স্বাদটা যেন এই লঙ্কান ক্রিকেট লিজেন্ড কিছুতেই হজম করতে পারছেন না।

বাংলাদেশের বিপক্ষে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে সাবেক লঙ্কান ক্যাপ্টেন জয়াসুরিয়া হেরেছেন মাত্র দুটি ম্যাচ। যে কারণে দলের এমন বাজে পারফরম্যান্স যারপরনাই হতাশ করেছে তাকে।

তারওপর শ্রীলঙ্কা এখন রয়েছে হোয়াইটওয়াশের শঙ্কায়। শেষ ওয়ানডেতে হারলেই সেই লজ্জায় পড়তে হবে অতিথিদের। তাই শেষ পর্যন্ত লড়াই করে বাংলাদেশের কাছে এখনো পর্যন্ত হোয়াইটওয়াশ না হওয়ার দেশের গর্বটা অন্তত অটুট রাখার পরামর্শ দিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

টুইট বার্তায় জয়াসুরিয়া উত্তরসূরিদের স্মরণ করিয়ে দিলেন, শ্রীলঙ্কার গৌরব কিন্তু এখন হুমকির মুখে, ‘সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হারটা আমার জন্য মেনে নেওয়া কঠিন। দেশের গৌরব ঝুঁকির মুখে। শেষ পর্যন্ত লড়ে যাও ছেলেরা।’

আগামীকাল শুক্রবার, ২৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে মাঠে নামছে ক্যাপ্টেন তামিম ইকবালের দল।

এ সম্পর্কিত আরও খবর