শ্রীলঙ্কা সিরিজে ব্যাট হাতে এখনো অচেনা সাকিব আল হাসান। তবে বল হাতে একটু একটু করে যেন ফর্ম ফিরে পাচ্ছেন তিনি। প্রথম ম্যাচে এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে উইকেট পেয়েছেন দুটি। বোলিংয়ে এটাই তার ছন্দে এর লক্ষণ।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুটি উইকেট নিয়ে ওয়াসিম আকরামের অনন্য এক বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সাকিব।
এক মাঠে সর্বোচ্চ ১২২ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। শারজাহতে করা তার বিশ্ব রেকর্ডটা স্পর্শ করেছেন সাকিব মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
তবে ম্যাচ বিবেচনায় সাকিব অবশ্য আকরামের পিছনে রয়েছেন। ওয়াসিম আকরাম খেলেন ৭৭ ম্যাচ। সাকিব খেললেন ৮৪ ম্যাচ।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ছুঁয়ে ফেলেছেন দেশের জার্সিতে মাশরাফি বিন মর্তুজার করা একটি রেকর্ডও।
বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা এতদিন ছিল মাশরাফির দখলে। এবার মাশরাফির সেই রেকর্ডে ভাগ বসালেন সাকিব। একদিনের ক্রিকেটে দুজনেই এখন ২৬৯ ক্রিকেটের মালিক।