শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে প্রথম আঘাত হানলেন শরিফুল ইসলাম। তরুণ এ পেসার অভিষেক ম্যাচের তৃতীয় ওভারেই পেলেন উইকেটের দেখা। শরিফুলের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ক্যাপ্টেন কুশল পেরেরা। ওপেনিংয়ে নেমে তিনি সংগ্রহ করেন ১৪ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে শ্রীলঙ্কা এক উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে। ১১ রান নিয়ে উইকেটে রয়েছেন দানুশকা গুনাথিকালা। তাকে সঙ্গ দিচ্ছেন পাথুম নিসানকা।
ব্যাটিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিনের হেলমেটে আঘাত করে বল। তরুণ এ অলরাউন্ডার চলে গেছেন হাসপাতালে। তার কনকাশন বদলি হিসেবে লঙ্কানদের বিপক্ষে বোলিং করে যাচ্ছেন এখন তাসকিন আহমেদ।
মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরিতে মিরপুরে টস জিতে শুরু ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ গড়েছে ২৪৬ রানের পুঁজি।