পরিস্থিতি ঠিক থাকলে হবে বাকি দুই ম্যাচও

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:25:54

লঙ্কান দলের তিনজন করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর সিরিজের বাকি দুই ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই সমস্যা কেটে গেছে। আর কারোর করোনা রিপোর্ট পজিটিভ না আসলে যথরীতি হবে সিরিজের বাকি অংশ। 

করোনায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন বোলিং কোচ চামিন্দা ভাস ও পেসার ইসুরু উদানা। তবে পজিটিভ থেকে গেছেন ক্রিকেটার শিরান ফার্নান্ডো। তিনি এখন হোটেলে আইসোলেশনে রয়েছেন। কিন্তু তারপরও যথারীতি মাঠে গড়িয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে।

তবে গুঞ্জন রটেছিল, সিরিজের বাকি দুই ম্যাচ নাও হতে পারে। শ্রীলঙ্কা নাকি সিরিজটা এগিয়ে নিতে চাচ্ছে না। কেননা তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে আগামী মাসের ইংল্যান্ড সফর।

কিন্তু গুঞ্জনটা উড়িয়ে দিয়ে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে আমরা সব সময় যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। পুরো সিরিজই মাঠে গড়াবে।’

এ সম্পর্কিত আরও খবর