না ফেরার দেশে সোহরাওয়ার্দী শুভর বাবা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 08:38:41

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ। আজ শনিবার, ২২ মে ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে না ফেরার দেশে চলে গেছেন তার বাবা সাংবাদিক রশীদ বাবু।

চলতি বছরের মার্চে হৃদরোগে আক্রান্ত হলে অস্ত্রোপচার করান রশীদ বাবু। এবার চলেই গেলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। জাতীয় দলের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ তার ছোট ছেলে।

শাওয়ালের রোজা রাখতে সাহরি করে ফজরের নামাজ আদায় করেন রশীদ বাবু। এরপর অসুস্থবোধ করলে শনিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকায় বসবাস করতেন রশীদ বাবু। রংপুর প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

৭০ এর দশকে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু রশীদ বাবুর। বিনোদন কাগজ চিত্রালী পত্রিকায় লেখালেখি শুরু করেন। তারপর দৈনিক দিনকাল, বাংলাবাজার, ঢাকার ডাকসহ বিভিন্ন পত্রিকাতে কাজ করেন তিনি।

সর্বশেষ রংপুরের স্থানীয় দৈনিক দাবানল এর স্টাফ রিপোর্টার ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার রংপুর ব্যুরো প্রধান ছিলেন বাবু।

সোহরাওয়ার্দী শুভর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে প্রয়াত সাংবাদিক রশীদ বাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে বোর্ড।

এ সম্পর্কিত আরও খবর