জুনে পিএসএল হবে আবুধাবীতে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 21:31:45

কোনো ঝুঁকি নিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশটা দেশের মাটিতে আয়োজন করছে না দেশটির ক্রিকেট বোর্ড। আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। জুনেই হতে যাচ্ছে আসরের বাকি থাকা ম্যাচগুলো।

শুরুতে অবশ্য আবুধাবি সরকার থেকে অনুমতি পায়নি পিসিবি। যে কারণে পরিকল্পনা পিছিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করেছিল পাকিস্তান। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে সবুজ সংকেত পেয়ে যায় পাকিস্তানের ক্রিকেট কর্তা-ব্যক্তিরা।

ফ্র্যাঞ্চাইজিগুলো সঙ্গে বসে আবুধাবিতে যাওয়ার সময় এবং টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত করবে এখন পিসিবি।

ক্রিকেটার এবং টুর্নামেন্টের অফিসিয়ালদের সাত দিনের কোয়ারেন্টিনে থাকবে হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ছয়টি দল তিনটি ভিন্ন হোটেলে উঠবে। তার মানে প্রতিটি হেটেলে থাকবে দুটি দল।

পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট শুরু হয়ে পিএসএলের ৩৪ ম্যাচের মধ্যে ১৪টি ম্যাচ হয়েছে ফেব্রুয়ারি-মার্চে। ১ জুন থেকে দেশের মাটিতেই ফের শুরু হওয়ার কথা ছিল পাকিস্তানের ঘরোয়া এ টি-টোয়েন্টি আসর। আইপিএল থেকে শিক্ষা নিয়ে টুর্নামেন্টটি দেশের বাইরে নিয়ে যাচ্ছে পিসিবি।

এ সম্পর্কিত আরও খবর