শেষ হয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কোয়ারেন্টিন পর্ব। তাইতো দুই তারকা ক্রিকেটারের মুক্তি মিলেছে হোটেল বন্দী দুর্বিষহ সময় থেকে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার, ১৮ মে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের মাঠের অনুশীলনে যোগ দেন দেশের ক্রিকেটের এই দুই মেগাস্টার।
বিকেলে অবশ্য হঠাৎ বৃষ্টিতে পিছিয়ে যায় টাইগার ক্রিকেটারদের অনুশীলন। তবে সাকিব-মুস্তাফিজ দুজনেই যোগ দেন মাঠের অনুশীলনে।
করোনার ছোবলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর ভারত থেকে দেশে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে ৬ মে একই দিন একই চার্টার্ড ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় পা রাখেন পেসার মুস্তাফিজুর রহমানও।
ঢাকায় এসেই বিমানবন্দর থেকে দুজনে সোজা চলে যান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সাকিব উঠেন গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে। আর মুস্তাফিজুর রহমান সস্ত্রীক চলে যান পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে। দুই দফার করোনা টেস্টে উত্তীর্ণও হন তারা।
সাকিব-মুস্তাফিজ দুজনেরই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। সরকারের সেই নিয়ম মানলে তাদের অনুশীলনে আসার কথা ছিল ২০ মে। কিন্তু বিসিবি’র আবেদনে সাড়া দিয়ে দু'দিন আগেই তাদের হোটেল থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশেষ ছাড়পত্র নিয়ে ১২ দিনের মাথায় হোটেল ছেড়ে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব-মুস্তাফিজ। এই দুইদিন তারা অনুশীলনে নিজেদের প্রস্তুত করতে কাজে লাগাবেন।
অনুশীলন শেষে ২০ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
পরে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। ডে-নাইট তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।