বেশ উচ্চমূল্যে হোম সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী আড়াই বছরে বাংলাদেশের হোম সিরিজের স্বত্ব কিনে নিয়েছে বিজ্ঞাপনী এজেন্সি ব্যানটেক। এ থেকে বিসিবি’র আয় হবে প্রায় ১৬১ কোটি ৭৩ লাখ টাকা।
১৭ মে, সোমবার উন্মুক্ত নিলামে বিসিবি’র সম্প্রচার স্বত্ব ক্রয় করে ব্যানটেক। নিলামের ভিত্তিমূল্য থেকে কিছুটা বেশি মূল্যে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে তারা। নিলামে অন্য কেউ অংশ না নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯.৭ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ব্যানটেক।
বিসিবি’র প্রত্যাশা ছিল ১৫০ কোটি টাকা (১৯ মিলিয়ন ডলার)। কিন্তু তাদের প্রত্যাশার চেয়েও বেশি দর হাঁকিয়ে সম্প্রচার স্বত্ব কিনেছে ব্যানটেক। এ চুক্তির আওতায় আগামী আড়াই বছরে বাংলাদেশে অনুষ্ঠিত নয়টি হোম সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পেল তারা। তাতে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের।
এর আগে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব ১৮ কোটি ডলারে কিনে নিয়েছিল ব্যানটেক। পরে তারা সম্প্রচার স্বত্ব বিক্রি করে টি-স্পোর্টস ও গাজী গ্রুপের কাছে। এবারও নাকি চড়া দামে টিভি স্বত্ব বিক্রি করবে ব্যানটেক। সেটা কেনার লড়াইয়ে টি-স্পোর্টস ও গাজী টিভির সঙ্গে যোগ দিয়েছে মাছরাঙা টিভি।