২০১৮ সালের ২৭ মে ম্যাচ ফিক্সিং নিয়ে একটি ডকুমেন্টারি সম্প্রচার করেছিল কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা। ‘ক্রিকেট’স ম্যাচ ফিক্সারস’ নামের ওই ডকুমেন্টারি প্রচারের পর তদন্তে নামে আইসিসি। দীর্ঘ তিন বছর এ নিয়ে কাজ করে তদন্ত শেষ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সোমবার, ১৭ মে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডকুমেন্টারিতে যে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করা হয়েছিল তার কোনো প্রমাণ পায়নি আইসিসি। বিশ্বাসযোগ্য তথ্যের ঘাটতি এবং নির্ভরশীল প্রমাণের অভাবে কারোর বিরুদ্ধেই অভিযোগ আনছে না আইসিসি।
ডকুমেন্টারিতে দুটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ করা হয়েছিল। ২০১৬ সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চেন্নাই টেস্ট ও ২০১৭ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার রাঁচি টেস্ট ছিল সন্দেহের তালিকায়। ক্রিকেট ও বাজি বিশেষজ্ঞ চারজন স্বাধীন তদন্তকারীকে নিয়োগ দিয়েছিল আইসিসি অভিযোগ খতিয়ে দেখতে।
ম্যাচের যে অংশে ফিক্সিং হয়েছে বলে সন্দেহ করা হয়েছিল ডকুমেন্টারিতে, বিশেষজ্ঞদের মতে অভিযোগ পুরোপুরি অনুমানপ্রসূত ও ফিক্সিংয়ের কোনো যুক্তিই খাটে না এক্ষেত্রে।
বাস্তবসম্মত ও উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে ফের তদন্ত করা হবে বলে জানিয়েছে আইসিসি। তবে সর্বশেষ তদন্ত কাজে তুষ্ট তারা।