ওয়ানডে সিরিজ সামনে রেখে আগামীকাল রোববার, ১৬ মে ঢাকায় পা রাখতে যাচ্ছে শ্রীলঙ্কা। সকাল ৯টার একটু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে লঙ্কান ক্রিকেট টিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক কর্মকর্তা ওয়াসিম খান বলেন, ‘আগামীকাল রোববার বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কোনো চার্টার্ড ফ্লাইটে নয়, সকাল ৮টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক ফ্লাইটে আসবে তারা।’
বাংলাদেশে এসে তিনদিন রুম কোয়ারেন্টিনে থাকবে লঙ্কান ক্রিকেটাররা। দুবার করোনা টেস্টে উত্তীর্ণ হতে পারলেই ১৯ মে থেকে অনুশীলনের সুযোগ পাবে ক্যাপ্টেন কুশল পেরেরার দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। ডে-নাইট তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজে পর্দা নামলে ২৯ মে দেশে ফিরে যাবে শ্রীলঙ্কার ক্রিকেটাররা।