আভিশকা গুনাবর্ধনের বিরুদ্ধে ক্রিকেট দুর্নীতির অভিযোগ এনেছিল সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। অভিযোগটা তারা করেছিল দুই বছর আগে। কিন্তু তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই দুর্নীতির অভিযোগের খড়গ থেকে মুক্তি পেয়েছেন লঙ্কান এই ক্রিকেট কোচ। স্বাধীন দুর্নীতি দমন ট্রাইব্যুনাল রায় দিয়েছেন আভিশকা গুনাবর্ধনের পক্ষে।
খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এখন থেকে সব ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না ৬ টেস্ট ও ৬১ ওয়ানডে খেলা শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার।
২০১৯ সালের মে মাসে দুর্নীতি বিরোধী আইনের দুটি ধারা ভাঙ্গার অভিযোগ উঠে আভিশকা গুনাবর্ধনের বিরুদ্ধে। অভিযোগ আসতেই কোচিং দায়িত্ব থেকে তাকে সরিয়ে নেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শ্রীলঙ্কা ‘এ’ ও ইমার্জিং দলের সাবেক এ কোচ তখন থেকেই সাময়িক নিষিদ্ধ ছিলেন। তবে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন গুনাবর্ধনে। দীর্ঘ তদন্ত শেষে এবার তার কথাই প্রমাণিত হলো।